প্রথম বিশ্বযুদ্ধের কারণ এবং ফলাফল
প্রথম বিশ্বযুদ্ধের কারণ এবং ফলাফল
উনিশ শতকে শুরুর দিকে যে যুদ্ধ কেড়ে নিয়েছিল লাখ লাখ প্রাণ। বলছি প্রথম বিশ্বযুদ্ধের কথা এ সময় এক সঙ্গে লড়েছিল সারা পৃথিবীর প্রায় সব কটি দেশ। যুদ্ধ টি শুরু হয়েছিল একটি হত্যাকাণ্ডের মাধ্যমে। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল ১৯১৪ সালে এবং শেষ হয়েছিল ১৯১৮ সালে। এই যুদ্ধে ইউরোপ, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো অংশ নিয়েছিল।
বিশ্ব যুদ্ধে দুটি পক্ষ অংশগ্রহণ করেছিল একটি পক্ষে ছিল জার্মানি, ইতালি, অস্ট্রিয়া, হাঙ্গেরি এবং অটোম্যান সাম্রাজ্য বুলগেরিয়া ইত্যাদি দেশ এ দেশগুলোকে একত্রে অক্ষশক্তি বলা হয়। এবং অন্য পক্ষে ছিল ব্রিটেন পর্তুগাল জাপান রাশিয়া এবং যুক্তরাষ্ট এবং এ পক্ষকে বলা হয়ে থাকে মিত্রশক্তি। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল সার্বিয়া এবং অস্ট্রিয়া হাঙ্গেরিকে কেন্দ্র করে। সার্বিয়া চেয়েছিল নিজের দেশকে আরো বিস্তৃত করতে। বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভোতে একজন সার্বিয়ান দ্বরা হত্যার শিকার হন অস্ট্রিয়ার যুবরাজ আর্চডিউক ফ্রাঞ্জ ফার্দিনান্দ এই হত্যাকাণ্ডের জন্য সার্বিয়াকে দায়ী করা হয়। হত্যাকারীর জাতীয়তা সার্বিয়ান হওয়ায় অস্টিয়া হাঙ্গেরি এই হত্যাকাণ্ডের জন্য সার্বিয়াকে দায়ী করে ফলে যুদ্ধের শুরু হয় এবং একে একে জড়িয়ে পড়ে পৃথিবীর অসংখ্য দেশ। এই যুদ্ধে অক্ষশক্তির পক্ষে ছিল জার্মান সাম্রাজ্য অস্ট্রিয়া হাঙ্গেরি অটোম্যান সাম্রাজ্য বুলগেরিয়া ইত্যাদি। এবং মিত্র পক্ষে ছিল ব্রিটিশ সাম্রাজ্য ফ্রান্স রাশিয়া সার্বিয়া বেলজিয়াম জাপান ইতালি যুক্তরাষ্ট্র রোমানিয়া প্রথম পর্তুগাল প্রজাতন্ত্র ইত্যাদি। এই যুদ্ধে প্রায় ৯০ লাখ সৈন্য এবং ১ কোটি ২০ লাখ সাধারণ জনগণ নিহত হয়। প্রথম বিশ্বযুদ্ধের ফলে একাধিক শক্তিশালী সাম্রাজ্যের পতন এবং নতুন নতুন রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল। এই বিশ্বযুদ্ধে প্রায় সাত কোটি সৈন্য অংশগ্রহণ করেছিল বলে জানা যায় তাই এই যুদ্ধটি ছিল মানব জাতির জন্য অতি ভয়াবহ। এ যুদ্ধের ফলে মানুষ দেখেছিল এক ভয়াবহ ধ্বংসযজ্ঞ যা তারা অতীতে কখনো দেখেনি।
প্রথম বিশ্বযুদ্ধের সময় বিভিন্ন দেশ তাদের নিজেদের মধ্য চুক্তি করতে থাকে এবং কোন দেশ যুদ্ধে আক্রান্ত হলে চুক্তি অনুযায়ী অন্য দেশ সে দেশকে রক্ষা করবে তখন এক দেশ আরেক দেশকে রক্ষা করতে গিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ে এসব শক্তির ফলে বিভিন্ন দেশের যুদ্ধের প্রয়োজন না হলেও তারা যুদ্ধে জড়িয়ে পড়ে চুক্তিতে শরিক হওয়া অন্য দেশকে সাহায্য করতে ফলে যুদ্ধটি সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়ে। যুদ্ধের পূর্বে জার্মানি এবং ফ্রান্সের মধ্যে বৈরী সম্পর্ক ছিল বলে ফ্রান্স রাশিয়ার সাথে সম্পর্ক তৈরি করে এবং ফ্রান্সের সঙ্গে পূর্বে বৈরী সম্পর্ক ছিল এবং জার্মানির সাথে বৃটেনের ভালো সম্পর্ক ছিল কিন্তু জার্মানি নিজেদের সৈন্যবাহিনীকে শক্তিশালী করার ফলে ব্রিটেন জার্মানিকে নিজেদের প্রতিপক্ষ মনে করতে থাকে। অটোমান সাম্রাজ্য জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরি এবং বুলগেরিয়া নিজেদের দল গঠন করে। এসব দেশগুলো ছাড়া তাঁদের ঔপনিবেশিক অঞ্চল গুলো এ যুদ্ধের মধ্যে জরিয়ে পরে। সেসময় বাংলাদেশ পাকিস্তান ভারত ব্রিটেনের ঔপোনিবেশ ছিল ফলে এদেশের সৈন্যরাও এ যুদ্ধে অংশগ্রহণ করে। অটোমান সাম্রাজ্য আগের চেয়ে দুর্বল হয়ে পারলেও তাদের শাসন ছিল এশিয়ার কয়েকটি দেশ জুড়ে। জার্মানির ঔপনিবেশ ছিল আফ্রিকার বিভিন্ন দেশ এবং দ্বীপ অঞ্চলে । প্রথম বিশ্বযুদ্ধের শুরুর দিকে মার্কিন যুক্তরাষ্ট্র অংশগ্রহণ না করলেও পরে অংশ নেয় । প্রথম বিশ্বযুদ্ধের সময় গ্ৰেট ব্রিটেন ছিল পৃথিবীর পরাশক্তি । ফ্রান্স ছিল অন্যতম শক্তিশালী দেশ ফলে এ যুদ্ধ সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পরে এ যুদ্ধ অক্ষশক্তি মিত্রশক্তির কাছে হেরে যায় ।
প্রথম বিশ্বযুদ্ধের ফলে জার্মান সাম্রাজ্যের পতন হয়। প্রথম বিশ্বযুদ্ধের ফলে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের নতুন দেশের সৃষ্টি হয়। এ যুদ্ধের ফলে পতন হয়েছিল প্রায় ছয়শত বছরের উপর শাসন করা অটোম্যান সাম্রাজ্যের ফলে ইরাক এবং সিরিয়া ফ্রান্স এবং ব্রিটেনের অংশ হয়ে যায়। এছাড়াও পতন হয়েছিল শক্তিশালী রাশিয়ান সাম্রাজ্যের রাশিয়ার সম্রাট দ্বিতীয় নিকোলাসের হত্যাকান্ডের মাধ্যমে রাশিয়ায় বলশেভিকরা ক্ষমতায় আসে। এ বিশ্বযুদ্ধের ফলে সারা পৃথিবী জুড়ে বিভিন্ন অঞ্চলে অবকাঠামগত ধ্বংসযোগ্য এবং প্রচুর মানুষের মৃত্যু হয় পৃথিবীর প্রায় সকল দেশের যুদ্ধে অংশগ্রহণ করায় এটিকে বিশ্বযুদ্ধ নামকরণ করা হয় সে সময় মানুষেরা ধারণা করেছিল এরকম যুদ্ধ আর ঘটবে না। কিন্তু সে সকল ধারনা কে মিথ্যা করে দিয়ে মাত্র ২ দশক পরেই শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধের চেয়েও ভয়াবহ আরেক যুদ্ধ পরবর্তীতে কি নাম দেয়া হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল প্রথম বিশ্বযুদ্ধের চেয়ে আরও বেশি ভয়াবহ।
No comments